নিজস্ব প্রতিনিধি :
ফ্রান্স প্রবাসী সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৮মে না ফেরার দেশে পাড়ি জমান। শুক্রবার সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তার পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেন এবং বেলা ১টা ১০ মিনিটে নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বড়খামার গ্রামে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
তার নামাজে জানাজা জুম্মার নামাজের পর ব্রহ্মরাজপুর ডি,বি,ইউনাইটেড হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক এম আর মিঠু ২০০১ সালে সাংবাদিকতা শুরু করেন। এরপর সাপ্তাহিক ঝড়,দৈনিক সাতক্ষীরা চিত্র ,দৈনিক দৃষ্টিপাত, দৈনিক কালের চিত্র, দৈনিক রাজপথের দাবি, দৈনিক জন্মভূমি ও দৈনিক সাতনদী সহ বিভিন্ন পত্রপত্রিকায় বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
শুক্রবার জুম্মার নামাজ বাদ ব্রহ্মরাজপুর ডি,বি ইউনাইটেড হাই স্কুল মাঠের আম বাগানে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় উপস্থিত হন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু সানা, ডি,বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, মনিরুল ইসলাম মিনি, মোজাফ্ফার হোসেন ,এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এস এম রেজাউল ইসলাম,ফয়জুল হক বাবুসহ সাতক্ষীরা প্রেসক্লাব ও বিডিএফ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। তার নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা আশরাফুজ্জামান খোকন। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।