নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে তীব্র গরমে সুপেয় পানি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
৩ জুন শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র নির্দেশনা শহরের নিউ মার্কেট এলাকা, খুলনা রোড মোড়ে, সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শহীদ আব্দুর রাজ্জাকপাকের সামনে, সাতক্ষীরা বড়বাজার এলাকায় তীব্র গরমের শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন বিষয় সম্বলিত লিফলেট ও পানি বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের লিফলেট সম্বলিত সতর্ক বাণী হিসেবে ছিল, তিব্র রোদ থেকে দূরে থাকুন, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন, এক বা একাধিকবার গোসল করুন, তীব্র রোদে ছাতা ব্যবহার করুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন, অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য শেখ হারুনুর রশিদ, শেখ আব্দুর রশিদ, যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম, উপ যুব প্রধান মোঃ আসিফ চৌধুরী সহ যুব স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।