নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৫নারীসহ ৭জন কে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বাবর আলীর পুত্র আ: রাজ্জাকের সাথে একই এলাকার ওজিহার মোড়লের পুত্র মকফুর রহমান গংয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৩ জুন সন্ধ্যায় মকফুর রহমানের নেতৃত্বে মৃত আমের আলীর পুত্র মিজান, আজিজুল, নূরুল হক মাস্টার, রাশেম আলীর পুত্র বাবু, মৃত. কুদ্দুসের পুত্র আইয়ুব আলী, নূর আলী মোড়লের পুত্র জিয়ারুল ইসলাম, শহর আলীর পুত্র লুৎফর রহমান, দিয়ানত আলীর পুত্র জিয়াদ আলী,হামজার আলীর পুত্রও হাবিবুল্লাহসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ বাহিনী লাঠি সোটা নিয়ে রাজ্জাকের বাড়িতে হামলা চালায়।
এসময় আব্দুর রাজ্জাকের স্ত্রী মেহেরুন নেছাকে মারপিট করতে থাকে এতে বাধা দিতে আসলে ভাইবৌ আকলিমা খাতুন, পুত্রবধু সুমি, বোন রাশেদা খাতুন, ছেলে রুস্তম আলী, ভাইপো আসাদুল, ও পুত্রবধু নুর নাহারকে বেধড়ক মারপিট করে। এসময় হামলাকারী আজিজুল ইসলাম রাশেদার বুকে ও পিঠে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আব্দুর রাজ্জাক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।