হাসান হাদী: ডেইলি সাতক্ষীরা ও আজকের সাতক্ষীরায় দেবহাটার কোমরপুর নিমতলার চোরাচালানী ঘাট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ২৪ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য আটক হয়েছে।
পারুলিয়া এলাকা থেকে ৬৭ লাখ ৩২ হাজার ৮’শ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিচ ও পাঞ্জাবীসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। রোববার গভীর রাতে দেবহাটা উপজেলার পারুলিয়া ঘোষপাড়া পাকা রাস্তার পার্শ্ব থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের ৮০ পিচ থ্রি পিছ, ৭৬ পিচ পাঞ্জাবী, ৬৪০ মিটার থান কাপড়, ইমিটেশনের ৩৭০ টি গলার হার, ৬১০ জোড়া কানের দুল, ৪২২ জোড়া কানের ফুল, ৭৬০ টি চুলের ক্লিপ, ৭০ টি আংটি, ৫৬ জোড়া নুপুর, ১২৪০ টি গলার চেইন, ৯ হাজার ২০০ জোড়া হাতের চুড়ি, ১৫২ পিচ জোড়া হাতের পলা, ১২৭২ পিচ চশমা। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ বিজিবির আওতাধীন বাঁকাল চেক পোস্টের হাবিলদার মোঃ হাবিবুল্লাহ আল বাকীর নেতৃত্বে একটি টহল দল রোববার গভীর রাতে দেবহাটা উপজেলার পারুলিয়া ঘোষপাড়া পাকা রাস্তার পর্শ্বে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ লাখ ৩২ হাজার ৮’শ টাকার উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। পরে মালামাল গুলো সাতক্ষীরাস্থ শুল্ক গুদামে জমা করা হয়।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন পিএসসি এ ঘটনা নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট