ভোক্তা অধিদপ্তর, সাতক্ষীরা ও ক্যাব সাতক্ষীরার দুটি সভা গতকাল সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়। সভা দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক নাজমুল হাসান এবং সভাপতিত্ব করেন ক্যাব জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সামগ্রীর অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ক্যাব সহ-সভাপতি ও সনাক সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, প্রথম আলোর প্রতিনিধি কল্যান ব্যার্নাজি, উপাধ্যক্ষ ময়নুল হাসান, বাসদ সংগঠক নিত্যানন্দ সরকার, সিপিবির সাবেক জেলা সম্পাদক পলাশ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, কবি শুভ্র আহমেদ, ম্যানগ্রোভ সভাঘরের প্রধান কবি স ম তুহিন, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি , টিআইবির এরিয়া কো-অডিনেটর মনিরুল ইসলাম,এডভোকেট মুনির উদ্দীনপ্রমুখ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন
প্রথম আলোবন্ধু সভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, অধ্যাপক কৃষ্ণ পদ সরকার, রওনক বাশার, আমির খান চৌধুরী, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাসক, উপাধ্যক্ষ ড. গোপাল সরদার ।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সাতক্ষীরাতে সচেতনতা মূলক কার্যক্রম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ উপর বিস্তারিত আলোচনা হয়।
সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা পানির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এক্ষেত্রে ক্যাবের পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণ করার বিষয় বিবেচনা করা হয়। সভায় পৌর সভার পানির মাননিয়ে একটি তথ্য প্রস্তূত করা রং সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি :