শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজারে বিদ্যুৎস্পৃষ্টে রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে ৷ ৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ১১ টার দিকে বাজার সংলগ্ন
খাদেম আলী দ্বিতল ভবনে সেন্টারিংএর কাজ করার সময় রাস্তার পাশে বিদ্যুৎ এর তারে রড লেগে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ৷ স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন ৷
মৃত্যু ব্যক্তি কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজারের সোলিমউদ্দীন মোড়লের ছেলে হযরত আলী (৫৫) ৷ তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ৷
ওষুধের দোকানদার আল-আমিন হোসেন বলেন, দেখলাম হঠাৎ বিদ্যুৎ চমকালো ৷ পরে একটা নিচে পড়ার শব্দ হলে দেখি হযরত আলী পড়ে আছে ৷
মুদিও দোকানদার জাহিদ বলেন, নিচে পড়ার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে একটি ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেই ৷
স্থানীয় ইউপি সদস্য এসএম শাহাবুদ্দীন সানা বলেন, আমি বাজারে ছিলাম ৷ আমিও হাসাপাতালে গিয়েছিলাম ৷ ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলে তার লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করছি ৷
চোখের সামনে এমন দূর্ঘনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷