নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিজস্ব সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুজ্জামান।
লিখিত অভিযোগে জানা গেছে, কলারোয়া উপজেলার ১৫ নং জে এল বাকসা বাগাডাঙ্গা মৌজার সাবেক ৫১২৩ হাল ৮৯১৩ দাগের ১৫ শতক জমি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিজস্ব সম্পত্তি।
যা ্ওয়াকফ ষ্টেট এর আওতাভুক্ত মাদ্রাসার জমি। উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে বোয়ালিয়া এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক চিহ্নিত ভূমিদস্যু আলতাফ হোসেন জোরপূর্বক দখল করে আসছে। ইতোমধ্যে উকিল নোটিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানও দিয়েছিল আলতাফ। এরপর সে মাদ্রাসার জমি এওয়াজন করার জন্য আবেদন করে।
কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করেনি। পরে মাদ্রাসার মোতাওয়াল্লী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ জমির হারি চাইলে সে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। গত ১৫ মে মাদ্রাসার জমিতে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলে ভূমিদস্যু আলতাফ ওই সাইনবোর্ড ভাংচুর করে। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত জমিতে গেলে মারপিট ও খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। ওই ভূমিদস্যুর কবল থেকে মাদ্রাসার সম্পত্তি রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।