নিজস্ব প্রতিনিধি :
চেক জালিয়াতির মামলায় সাতক্ষীরার রাজারবাগান এলাকার জ্যোতি রাইচ মিলের মালিক আনছারুল ইসলামকে ১০লক্ষ টাকা অর্থদ-সহ ৪ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। গত ১১ জুলাই সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেল্লাল হোসেন এ দ- প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ সুলতানপুর এলাকার মৃত. আইজুদ্দিন সরদারের পুত্র আব্দুল আলিম জমি কেনার জন্য রাজারবাগান এলাকার জ্যোতি রাইস মিলের মালিক আনছারুল ইসলামকে ১০লক্ষ টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে আনছারুল জমিও দেননি এবং টাকাটাও ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে।
একপর্যায়ে আনছারুলের নিজের স্বাক্ষরিত এস বি এ সি ব্যাংকের একটি চেকে ১০লক্ষ টাকা উল্লেখ পূর্বক আব্দুল আলিমকে প্রদান করেন। উক্ত চেকটি আব্দুল আব্দুল আলিম সংশ্লিষ্ট ব্যাংকে প্রদর্শন করলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এবিষয়ে আনছারুলকে বারবার নোটিশ করার পরও তিনি টাকা পরিশোধ না করায় এন আই এ্যাক্টের ১৩৮ এর ধারায় দন্ডনীয় অপরাধ করেছেন। অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতের বিচার তাকে ৪ মাসের কারাদ- এবং ১০ লক্ষ টাকা অর্থদ- প্রদান করেন। বর্তমানে আনছারুল পলাতক রয়েছেন বলে জানা গেছে।