পুলিশের খুলনা রেঞ্জের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন। একই সাথে সাতক্ষীরা জেলাকে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করা হয়। গত জুন মাসেও খুলনা রেঞ্জে পুলিশ সুপার হিসেবে কাজী মনিরুজ্জামান ও সাতক্ষীরা জেলা শ্রেষ্ঠ হয়েছিল।
বৃহস্পতিবার (১০ আগষ্ট ২০২৩) পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি মঈনুল হক। সভায় শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। কলারোয়াকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়। এছাড়া শ্রেষ্ঠ এসআই কলারোয়া থানার মোঃ ফরিদ আহমেদ জুয়েল এবং শ্রেষ্ঠ এএসআই হিসাবে কলারোয়া থানার নুর মোহাম্মদকে পুরস্কৃত করা হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো: নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট আরআরএফ (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ (পুলিশ সুপার) উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি