নিজস্ব প্রতিনিধি ঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছরের পলাতক আসামী সাতক্ষীরার কুখ্যাত মাদককারবারি আশরাফ কারিকরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকালে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আশরাফ কারিকর (৩৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোকছেদ কারিকরের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১০ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী আশরাফ কারিকরকে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
এদিকে, আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী আশরাফ কারিকর এ মামলায় কিছু দিন জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ২৩ বছর যাবত আতœগোপন করে থাকে। এক পর্যায়ে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা র্যাব-১ এর সহযোগিতায় উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী আশরাফ কারিকরকে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।##