আসাদুজ্জামান ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার নলতা মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস’র) শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২টায় ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। চলমান আন্দোলনে অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা.শাহিনুর আলম, সাধরাণ সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন, শিক্ষার্থী মোনায়েম ইসলামসহ অন্যরা।