নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার বেলা ১১ টায় শহরের পুরাতন সাতক্ষীরাস্থ মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ওয়াচ) আমিনুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরা সহকারী পরিচালক অপূর্ব আদিত্য প্রমুখ।
আলোচনাসভা শেষে সেখান থেকে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।##