নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১০দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রামার শরিফুল ইসলাম, কোয়াডিনেটর সালাউদ্দীন কাদের, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান।
সাতক্ষীরা জেলায় মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে ৩টি ভেনুতে ৬০জন শিক্ষক এই প্রশিক্ষণে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আরও ৬০ জন শিক্ষককে প্রশিক্ষন দেওয়া হবে।