কালিগঞ্জ প্রতিনিধি\
কালিগঞ্জে আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মনজুর লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা নয়ন কুমার সাহা। প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি.এম, মমতাজ উদ্দীন, নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর আলী, অত্র স্কুলের প্রধান শিক্ষক জি.এম, রফিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু। এছাড়াও আরো বক্তব্য রাখেন অভিভাবক উম্মে হাবিবা, শ্বশ্মান কুমার সরকার, শীখা রানী সরদার, শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস.এম, আফসার উদ্দিন, শেখ আশেখ ইকবাল পাপ্পী, শেখ নুরুজ্জামান, সাংবাদিক শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, আলমগীর হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কালিগঞ্জে আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ
পূর্ববর্তী পোস্ট