কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। (২ ডিসেম্বর) শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন সোনালী ব্যাংক ভবনের পাশে ফিতা কেটে অনুষ্ঠানিক ভাবে এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি খুলনার জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
বিশেষ অতিথি ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাতক্ষীরা সোনালী ব্যাংকের (ডিজিএম) মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাতক্ষীরা সোনালী ব্যাংক শাখার এজিএম মোঃ মশিয়ার রহমান। কালিগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রশান্ত ব্যানার্জীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ঢাকা লোকাল অফিসের (এজিএম) মোহাম্মদ সানোয়ার হোসেন, সাতক্ষীরা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আশুতোষ কুমার দাস, সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের এজিএম প্রহ্লাদ কুমার মাখাল, শ্যামনগর শাখার ম্যানেজার এসএম, আব্দুল কুদ্দুস, ঝাউডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার এইচএম, আহসান ইকবাল, মাগুরা শাখার ম্যানেজার শেখ আলামিন, খুলনা অফিসের এসপিও জুবায়ের হোসেন।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি বলেন, সোনালী ব্যাংক জনগণের ব্যাংক, বর্তমানে সোনালী ব্যাংকের সেবা ও ডিজিটাল বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা জেলায় মোট ১৭টি শাখা রয়েছে। এর মধ্যে কেবল মাত্র সাতক্ষীরা শাখায় একটি মাত্র এটিএম বুথ চালু ছিল। এর সাথে কালিগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখায় নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের এই শাখার এটিএম বুথ ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।