নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২আসনে স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীক পেয়েছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) কর্তৃক সাতক্ষীরায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার ৪টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নিকট থেকে ঈগল প্রতীক গ্রহণ করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান। ঈগল প্রতীক পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
আমি ঈগল প্রতীক চেয়েছিলাম। মহান আল্লাহর রহমতে সেই ঈগল প্রতীক পেয়েছি। আমার সদর নির্বাচনী এলাকার মানুষদের আমি অত্যন্ত ভালোবাসি। আমার সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। আমি গত ১০ বছর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার সদর নির্বাচনী এলাকায় নিরলসভাবে পরিশ্রম করে যে উন্নয়ন করেছি এবং সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি ইনশাল্লাহ আবারও আমি বিপুল ভোটে জয়লাভ করবো।