আশাশুনি ব্যুরো:
আশাশুনির সদ্য নবনির্মিত মরিচ্চাপ সেতুর অধিগ্রহনকৃত সম্পত্তি জবর দখল নিয়ে অবৈধভাবে দোকানপাট নির্মানে হিড়িক পড়েছে। এতে মরিচ্চাপ সেতুর সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় উপজেলাবাসী চরম ক্ষুব্দ হয়ে উঠেছে। গত এক সপ্তাহ যাবৎ এক ইউপি চেয়ারম্যানের ছত্র ছায়ায় থেকে আশাশুনির শ্রীকলস গ্রামের জনৈক হাবিবুরসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ একের পর এক মরিচ্চাপ সেতুর অধিগ্রহনকৃত সরকারী সম্পত্তি জবর দখল নিয়ে দোকানপাট নির্মান করে বহাল তরিয়তে চালিয়ে যাচ্ছে নির্মাণাধীন কাজ।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য আশাশুনি গ্রামের মৃত আনার আলী সরদারে পুত্র আইয়ুব আলী সরদার বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, উপবিভাগ প্রকৌশলী, সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার সদরের মরিচ্চাপ নদীর নির্মিত সেতুটি উপজেলারসহ বিভিন্ন এলাকার জনসাধারন যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক মাত্রা পরিবর্তন এনে দিয়েছেন।
অত্র সেতু নির্মান প্রকল্পর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সড়ক বিভাগ নদীর এপার ওপার জমি অধিগ্রহন করেন। নিম্ন তপশীল ভুক্ত সম্পত্তিতে মরিচ্চাপ নদীর দাখিলী দক্ষিন প্রান্তে অবস্থিত। অত্র সম্পত্তি অছিয়ত কোবলা দলিলে প্রাপ্ত হইয়া যথারীতি হাল রেকর্ড এবং খাজনাদি পরিশোধ করিয়া শান্তিপূর্নভাবে করছে। সরকারের সড়ক বিভাগ কর্তৃক আমাদের অত্র সম্পত্তি অধিগ্রহন করিয়া মরিচ্চাপ সেতু নির্মান করায় আমরা রাষ্ট্রিয় বৃহত্তর স্বার্থে পরিত্যাগ করছি। কিন্ত অতিব দুঃখের বিষয় এখন সেতুর দুপারের সড়ক ও সৌন্দর্য বর্ধনের কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই এক শ্রেণির প্রভাবশালী জবর দখলকারীরা আমার সম্পত্তি সম্মুকভাবে রাস্তা সংলগ্ন এলাকা দখল পূর্বক গায়ের জোরে স্থাপনা নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।
খবর পেয়ে বাঁধা প্রদান করলে তারা খুনজখমের হুমকী দেয় এবং ক্ষমতা থাকলে জমিতে আসিস বলে আমাদের তাড়িয়ে দেয়। ফলে আমরা জীবনের ভয়ে সেখান থেকে চলে আসি। এ ব্যাপারে সেতুর অধিগ্রহনকৃত সম্পত্তিসহ আমাদের শ্রীকলস মৌজায় জেএল-৫০, হাল জেএল ৮৬, এসএ খতিয়ান নং-৪২, এসএ দাগ ৫০২ মোট ১ একর জমিসহ তাদের নিকট থেকে ৫৯শতক অধিকরনকৃত সম্পত্তি উদ্ধারসহ জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে উর্দ্ধতন কতৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি। বিষয়ট দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী উপজেলা বাসীর।