নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে সদর উপজেলার বল্লী ইউনিয়নের বলাডাঙাগা গ্রামে এঘটনা ঘটে।
নিহত আজিবর রহমান বলাডাঙাগা গ্রামের সাহার আলী কাটোয়ারের ২য় স্ত্রীর পুত্র। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং যাত্রাবাড়ী র্যাব ক্যাম্পে কর্মরত ছিলেন।
স্থানীয় একজন শিক্ষক জানান, ঘাতক বড় ভাই আফছার আলী কাটোয়ার (কসাই) সাহার আলীর প্রথম স্ত্রীর পুত্র। আফছার আলী বিভিন্ন সময়ে ছোটভাই আজিবর রহমানের কাছ থেকে ৮ থেকে ৯লক্ষ টাকা ধার হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে ধারের টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার ৪ মে রাতে স্বজনদের উপস্থিতিতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আফসার আলীর ব্যাগে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আজিবর রহমানকে। স্থানীরা তাকে উদ্ধার করে প্রথম সাতক্ষীরা সদর এবং পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান বলেন, টাকার লেনদেন বা জমিজমার বিরোধ এটা নিশ্চিত না হলেও স্বার্থের জন্য অন্যায়ভাবে পুলিশ সদস্য আজিবর কে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আফসার। লাশ এখনো সাতক্ষীরায় আসেনি। পুলিশ ঘাতকে আটকের চেষ্টা চালাচ্ছেন। ###