নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডা: রুহুল হক বলেছেন, সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না। নানা সীমাবন্ধতার মধ্যেও চিকিৎসকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে সরকারি হাসপাতালগুলোতে মূলত গরীব মানুষ সেবা নিতে আসে। এজন্য সকলকে আরও আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে।
গতকার সকাল ১০টায় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: রুহুল হকের সভাপতিত্বে ও আবাসিক সার্জন ডা: মো: রাশিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রুহুল কদ্দস, হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী, উপ পরিচালক ডা: মেজবাহ, মেডিসিন বিভাগের প্রধান ডা: কাজী আরিফ আহমেদ, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: সুমন দাস, শিশু বিভাগের প্রধান ডা: শামছুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফজলুল হক।
বক্তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি ডায়ালিসিস মেশিন মধ্যে ১৩টি দীর্ঘদিন ধরে নষ্ট কারণে রোগিরা বিশেষ করে গরীব রোগিরা যারপরনেই কষ্টের পাশাপাশি সমস্যার মধ্যে রয়েছে। হাসপাতালে চিকিৎসকসহ লোকবল সঙ্কটের চিত্রও তুলে ধরেন। লোডশেডিঙের কারণে হাসপাতাল অন্দকার করা হয়ে যায়সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডা: রুহুল হক বলেন স্থানীয় সাংসদ সদস্য মো: আশরাফুজ্জামান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ লায়লা পারভীনকে সাথে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে এসব সমস্যার সমাধান করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে গড়ে তোলা হবে দেশের চিকিৎসা সেবার মডেল হিসেবে।
#