নিজস্ব প্রতিনিধ : কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপি’র কর্তৃক সরকার পতনের ষড়যন্ত্র ও দেশব্যাপী সহিংসতা জ্বালাও পোড়াও প্রতিবাদে জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনা কমিটির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পোস্ট অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদের সামনে আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, মো. শাহ্জাহান আলী, নাজমুন নাহার মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, আগতদারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান অসলে, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দীক, মোঃ রাশেদুজ্জামান রাশি, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বাবু, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,তানভীর হুসাইন সুজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনায় অর্থ ও সংস্থাপন পরিচালনা কমিটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সদস্য সচিব যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ‘র নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপি’র কর্তৃক সরকার পতনের ষড়যন্ত্র ও দেশব্যাপী সহিংসতা জ্বালাপোড়ার প্রতিবাদে আওয়ামী লীগের গণজমায়েত করে সাতক্ষীরা জেলায় আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলা হবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।