প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় বৈশম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ এর পক্ষ থেকে ৯ম, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিট সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিহারিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসনাত, মাধবকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান,
উত্তর তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল হক, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ,হ,ম মোস্তফা জামান।
মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা তাদের বক্তব্যে “শতভাগ পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা। মানববন্ধন কর্মসূচি শেষে “প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ” এর পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়েব আহমেদ এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্বারকলিপি তুলে দেন।