নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রশিবিরের দাওয়াতি কার্ড বিতরণকালে সাবেক সাংসদ ও আওয়ামীলীগ নেতা আতাউল হক দোলনের পুত্র রাব্বিসহ ১০/১২ জন তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ছাত্র শিবিরের চার নেতা-কর্মী আহত হয়েছে।
উত্তেজিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে একত্রিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আতাউল হক দোলনের বাড়িতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে জেলা ছাত্রশিবিরের সভাপতি তাদের কয়েকজন আহত হয়েছেন বলে জানালেও আতাউল হক দোলনের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের বিষয়টি অস্বীকার করেছেন।
আহতরা হলেন, কাশিমাড়ি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম,পৌরসভা যাদবপুর গ্রামের সাইফুল ইসলাম, মিয়ারাজ,মুন্সিগঞ্জ ইউনিয়নের আসাদুল্লাহ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী সংগঠনের কাজ করার জন্য দাওয়াতি কার্ড নিয়ে গুমানতলী ফাজিল মাদ্রাসায় গেলে এসএম আতাউল হক দোলনের ছোট ছেলে রাব্বির নেতৃত্বে ১০/১২ জন সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বির নেতৃত্বে ছাত্রশিবির নেতা কর্মীদের উপর হামলা চালায়। এঘটনায় ছাত্র শিবিরের ৪ নেতাকর্মী আহত হন । আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত শিবিরের নেতাকর্মীরা বিকেলে একত্রিত হয়ে আতাউল হক দোলনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা তিনটি মোটর সাইকেল ভাংচুর করে এবং বাড়ি ঘরে হামলা চালায়। খবর পেয়ে শ্যামনগর উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) ফকির তাইজুল ইসলাম জানান, পূর্বে মারপিটের ঘটনায় এধরনের ঘটনা ঘটেছে। পরিস্থিতি ইতোমধ্যে নিয়ন্ত্রন করা হয়েছে।
এব্যাপারে সাবেক সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন জানান, আমার ও আমার পিতার বাড়ি ছাত্রশিবিরের কর্মীরা সংঘবদ্ধ ভাবে ভাঙচুর করে। এতে আমার ও আমার পিতার ঘরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি, কম্পিউটার, বিশুদ্ধ পানির প্লান, তিনটি মোটরসাইকেল ও আমার ব্যবহৃত প্রাইভেট কার ভেঙে নষ্ট করে। তিনি আরো জানান, এতে আমার প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল ইসলাম জানান, দাওয়াতি কার্ড বিতরণের সময় আওয়ামী লীগ নেতা আতাউল হক দোলনের ছেলের নেতৃত্বে আমাদের ভাইদের উপর হামলা চালানো হয়। এতে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছেন। তবে বাড়িতে হামলার বিষয়টি আমার জানা নেই।##