প্রেস বিজ্ঞপ্তি :
ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নিবাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল কলেজে অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ল স্টুডেন্টস ফোরাম একটা সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মূলক আইনী শিক্ষার্থীদের সংগঠন। নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচনটি জাকজমকপূর্ণ হয় সে বিষয়ে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ল কলেজের প্রভাষক এড. মুনির উদ্দীন, এড. হোসনেয়ারা হক, এড. লাকী ইয়াসমিন, প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাবউদ্দীন(সাজু), নির্বাচন কমিশনার নাজমুল হক, এস এম বিপ্লব হোসেন, অহিদুল ইসলাম।
উল্লেখ্য: আগামী ১৯ অক্টোবর ২০২৪ সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হবে।