নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালার কুমিরা ইউনিয়নের মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরাম গঠনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর মঙ্গলবার রিইব- হোপ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিত রায়, যশোমতি ঘোষ, মো. রফিক সরদারসহ ৪৩জন শিক্ষার্থী।
সভাটি সঞ্চালনা করেন, রিইব-হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ। সঞ্চালক বিকাশ দাশ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের অবদান/ভূমিকা, স্কুল পর্যায়ে ও পারিবারিক এবং সামাজিক সকল জায়গায় মানবাধিকার রক্ষায় শিক্ষার্থী ফোরামের গুরুত্ব আলোচনা করেন। আলোচনা শেষে ৩০ সদস্যবিশিষ্ট একটি শিক্ষার্থী ফোরাম গঠন করা হয়।