নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(২১ অক্টোবর) ভোরে শহরের পলাশপোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর থানার পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।
সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার তিন সহযোগী সহ চাইনিজ পিস্তল (ঞড়শধৎবা ঞঞ-৩৩), দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজা আটক করা হয়। আটক আসামী, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করেছে সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।