দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমার বাংলাদেশ (এবি)পার্টির আয়োজনে রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, পার্টির সদর উপজেলা আহবায়ক ডা: জি এম সালাউদ্দিন সাকিল। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পার্টির আহবায়ক ভিপি আব্দুল কাদের।
এসময় প্রধান অতিথি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে দেশের নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কোন ভাবেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়বে। বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে সাধারণ মানুষ। মানুষ বাঁচাতে হলে অবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন করতে হবে। এছাড়া সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহŸান জানান তিনি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা এবি পার্টির সদস্য সচিব মো: আলমগীর হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি