ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ী) প্রেসক্লাবে রোববার রাতে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের নবাগত ইনচার্জ এস,আই এমদাদুল হক স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিডিএফ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাষ্টার আছাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আরশাদ আলী, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জি,এম আমিনুল হক, যুগ্ন সম্পাদক জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আছাদুল ইসলাম, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকারী সদস্য এস,এম ইসমাইল হোসেন, দৈনিক দক্ষিণের মশালের ধুলিহর প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক দক্ষিণের মশালের ব্রহ্মরাজপুর প্রতিনিধি জাকির হোসেন আফিল, দৈনিক দৃষ্টিপাতের ব্রহ্মরাজপুর প্রতিনিধি এম. ইমন ইসলাম, দৈনিক যুগেরবার্তার সাদ্দাম হোসেন, কালের চিত্রের ইয়াছিন আলী প্রমূখ। মতবিনিময় সভায় নবাগত ইনচার্জ এস,আই এমদাদুল হক বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করে। এটার মাধ্যমেই প্রমানিত পুলিশ ও সাংবাদিক খুব কাছের বন্ধু। মফস্বল এলাকার এই সমস্ত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা ও তথ্য দিয়েই স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্র-পত্রিকায় এবং অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের ফলে সমাজের অনেক কিছু উঠে আসে। যার ফলে একদিকে প্রতিকার অন্যদিকে সর্বস্তরের সুফল বয়ে আনে। এক কথায় সাংবাদিকরা সমাজের প্রধান প্রতিচ্ছবি। পরিশেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে তার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।