আসাদুজ্জামান: তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গেছে অ্যাম্বুলেন্সটি। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্যামনগর উপজেলার পুড়াকাঠরা রনজিত মিস্ত্রি (৫৫) ও পলাশ মন্ডল (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগরের পুড়াকাঠরা গ্রাামের সুভাষ চন্দ্র (৫৮) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। তার স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-০২-৩৪৯৯) মরদেহ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় দুজন। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট