নিজস্ব প্রতিবেদক:৭ লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে এসেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যু নোয়া বাহিনীর হাতে অপহৃত ৮ জেলে। শনিবার বিকেলে তারা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে আসে। এর আগে গত সোমবার ভোর রাতে সুন্দরবনের কাঠেশ্বর ও সাপখালী খাল এলাকা থেকে তাদেরকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু নোয়া বাহিনীর সদস্যরা। ফিরে আসা জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের সাবুদ আলীর ছেলে শাহাদাৎ হোসেন, আরিফ শেখের ছেলে আব্দুল, মোহাম্মদ মোড়লের ছেলে সামছুর, ৯নং সোরা গ্রামের শহর গাজীর ছেলে আমজাদ, আহম্মদ মোল্যার ছেলে জহুরুল, মকবুল শেখের ছেলে ওয়েজকুরুনী, খোলপেটুয়া গ্রামের রাজ্জাক খাঁ’র ছেলে মুরশিদ ও নাপিতখালীর হোসেন গাইনের ছেলে আব্দুল জলিল। জেলেরা জানান, বনদস্যুদের হাতে এখনও পর্যন্ত ঘড়িয়াল ও দক্ষিণ বেদকাশি এলাকার ১৮ থেকে ২০জন জেলে জিম্মি রয়েছে। তারা আরও জানান, তাদেরকে নোয়া বাহিনীর পূর্বানুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করার জন্য অপহরণ করা হয় এবং নির্ধারিত চাদার দ্বিগুণ হিবেসে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। ১০/১২জনের ঐ বনদস্যু বাহিনীর হাতে বেশ কিছু অস্ত্র ও দুটি ট্রলার রয়েছে বলে জানান তারা। এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়েব খান জানান, গত কয়েকদিন আগে অপহরণের খবর পেলেও মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার বিষয়ে তিনি কিছু জানেন না। প্রসঙ্গত : এর আগে শুক্রবার রাতে পশ্চিম সুন্দরবনের ছোট কলাগাছিয়া এলাকা থেকে ছয় জেলেকে উদ্ধার করে র্যাব-৮।