নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় রেফারি রিফ্রেসার্স কোর্স ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাতক্ষীরা রেফারী এ্যাসোসিয়েশনের আয়োজনেরেফারী রিফ্রেসার্স কোর্স অনুষ্ঠিত হয়। এসময় ফিফা রেফারী ও রেফারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবুর পরিচালনায রেফারী রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন করেনরেফারী এ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, একজন রেফারী সে এলাকার ম্যানেজার তার জার্সি পরা দেখলে সবাই মনে করে সে এক জন রেফারী। তিনি তার জীবনের একটা গল্প শুনিয়ে বলেন, যার খেলার জন্য ডোনার হন, তারা ভাল মানুষ। যে খেলার জন্য টাকা খরচ করে, সে আর কোথাও খরচ করলেও খারাপ হতে পারে না। আর যারা খেলা বোঝে, তারা খেলা দেখে আনন্দ পাই, তারা মাদকের সাথে জড়িত থাকতে পারে না। যিনি খেলা করেন, তিনি মাদকসহ অন্য কোন খারাপ কাজ করতে পারে না। একজন রেফারী একটি মাঠ পরিচলনা করে, এ ভাবে ৬০জন রেফারী ৬০টি মাঠ পরিচালনা করলে এ জেলাতে মাদকসহ কোন খারাপ কাজে হতে পারবে না। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকে উদ্দেশ্য করে বলেন আপনি বেশি করে খেলা দেবেন, আর আপনারা বুঝে নিয়ে খেলা পরিচালনা করবেন। যে মাঠে সাতক্ষীরার রেফারী থাকবে সে মাঠের দর্শকের প্রতি আস্থা থাকবে যে খলায় কোন পাসসেল্টি হবে না। এ ভাবে খেলার মাধ্যমে সাতক্ষীরা বদনাম মুছে ফেলে সুনাম আরো বাড়াতে হবে।
এসময় রেফারী এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিসুর রহমান, রেফারি এ্যাসোসিয়েশনের সহসভাপতি খান রফিকুল ইসলাম, রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, ডিএফএ সাধারণ সম্পাদক ইকবল করিম খান বাপ্পী, রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য ঈদুজ্জামান ইাদ্রস, শেখ মনিরুজ্জামানসহ নতুন পুরাতন মিলে ৭০জন রেফারী রিফ্রেসার্স কোর্সে অংশগ্রহণ করে।