ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন পর খালেদা জিয়াকে কাছে পেয়েছেন একমাত্র সন্তান তারেক রহমান, দুই পুত্রবধূ ও নাতনিরা। তাই সারাক্ষণ তাকে ঘিরেই যেন সব তৎপরতা। দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও শার্মিলা রহমান সার্বক্ষণিক শাশুড়ি খালেদা জিয়ার সেবা-শুশ্রূষা করছেন। খালেদা জিয়াও যেন রাজনীতিকে কিছুটা দূরে রেখে পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন। তাই পরিবারের লোকজন ছাড়া আর কারও সঙ্গে এখন তিনি দেখাও করছেন না। লন্ডন বিএনপি সূত্রে জানা গেছে, সেখানে পৌঁছার পর থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য, সফরসঙ্গী একান্ত সহকারী আবদুস সাত্তার আর গৃহপরিচারিকা ফাতেমা বেগম ছাড়া বাইরের কারও কোনো সাক্ষাৎ হয়নি।
পশ্চিম লন্ডনের সারে জেলার কিংস্টন এলাকায় ছেলের বাসায় থেকেই নিজের চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সোমবার একই এলাকায় অবস্থিত ‘কিংস্টন হাসপাতালে’ প্রিয় মাকে চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছেন তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট ছেলে কোকোর মৃত্যুর পর অনেকটা ভেঙে পড়েন খালেদা জিয়া। পরিবারের বাকি সদস্যরা সবাই লন্ডনে। তিনি একা দেশে থাকেন। অনেকদিন ধরেই তাই ছেলে, পুত্রবধূ ও নাতনিদের কাছে যাওয়ার কথা ভাবছিলেন খালেদা জিয়া। সে কারণেই পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে লন্ডনে যাওয়া। আর এখন পর্যন্ত পরিবারের সঙ্গেই তিনি তার সবটুকু সময় ব্যয় করছেন।
গত ১৫ জুলাই রাতে ঢাকা থেকে রওনা দেওয়ার পরদিন লন্ডনের হিথ্র বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি ড্রাইভ করে খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান। এর পর থেকে আজ পর্যন্ত গত ১০ দিনের মধ্যে পরিবারের বাইরের কোনো ব্যক্তির সঙ্গে তার কোনো দেখা-সাক্ষাৎ হয়নি।