নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটায় ভূয়া সেনাসদস্য (আর্মি) সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভূয়া সেনা সদস্য পরিচয় দানকারী খুলনার তেরখাদা গ্রামের মোকামপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র শহিদুল ইসলাম (৪২)।
সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১লা জুন পাটকেলঘাটা থানার চৌগাছা শেখ মুক্তার হোসেনের পুত্র জুতা ব্যবসায়ী সাঈদ হোসেন (৩৩) এর কাছ থেকে অভিনব কায়দায় সেনাসদস্য পরিচয়ে নিজের বিপদের কথা বলে ১২শ টাকা নিয়ে যায়। ঠিক বুধবার বিকালে একই ধরনের পরিচয় দিয়ে সাঈদের বড় ভাই রায়হানের কাছে একই কাহিনী বললে ছোট ভাইয়ের সাথে প্রতারণার কথা মিলে গেলে তাকে খবর দেয়। সাঈদ এসে সেনা সদস্য পরিচয় দানকারী কেস চিনতে পারলে আটকিয়ে রেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে ভূয়া সেনা সদস্য পরিচয় দিয়েছে সঠিক প্রমানিত হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।
পূর্ববর্তী পোস্ট