প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার দাবি করে বক্তব্য রাখেন।
সভায় ১৫ অগাস্ট ২০১৭ জাতীয় শোক দিবস পালন, কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটার তালিকা প্রণয়নে দলীয় নেতা কর্মীদের মনিটরিং এর ব্যবস্থাসহ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের নামে মিথ্যা মামলা বিষয়ে আলোচনা স্থান পায়।
পূর্বে মূলতবী সভা ২৮ জুলাই সকাল ১০.০০ টায় স্থানীয় তালা ডাকবাংলোয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সমপাদক ঘোষ সনৎ কুমারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
কার্যকরী সভায় বক্তারা বলেন, যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালন, কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তালা উপজেলা ছাত্রলীগের ও যুবলীগের সাবেক ২বার নির্বাচিত সভাপতি, তালা বাজার বণিক সমিতির নির্বচিত সভাপতি, তালা রিপোটার্স ক্লাবের সভাপতি, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য মীর জাকির হোসেনের বিরুদ্ধে তালা উপজেলা নির্বাহী আফিসার ফরিদ হোসেন বাদি হয়ে ১১.০৭.২০১৭ ইং তারিখে তালা থানায় উদ্দেশ্য প্রণোদিত, হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত। এছাড়া আওয়ামী যুবলীগ তালা উপজেলা শাখার সভাপতি, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। পরবর্তীতে গত ২৪ জুলাই প্রতারক সৈয়দ তরিকুলকে দিয়ে তালা উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের তালা উপজেলা শাখার সদস্য শ্রী অরবিন্দ ম-ল, আওয়ামীলীগের সক্রিয় কর্মী মীর মাসুম, মীর রাসেল এর নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে। উপজেলা নির্বহী কর্মকর্তা ফরিদ হোসেন তালা উপজেলায় যোগদানের পর থেকে আওয়ামীলীগের মধ্য দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করে যাচ্ছে। বক্তরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করেন। দাবি পূরণের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার দাবি জানান। আলোচনা এবং পর্যালোচনান্তে আগামী ৭ দিনের মধ্যে ঘটনা সমূহ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ০৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়।
২৮ জুলাই ১৭ তারিখে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ও দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) এম. এম. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি শনিবার ২৯ জুলাই আমাদের হাতে এসে পৌছেছে।
পূর্ববর্তী পোস্ট