কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের সংঘর্ষে মহিলাসহ ২৫জন আহত হয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত দুই ভাই ঝন্টু ও সেন্টুর অবস্থা গুরুত্বর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার জাসদ সমর্থক রাজা মাস্টার গ্রুপের লোকজন দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থীত মুদি দোকানদার লিটনকে মারধর করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে রাজা মাস্টারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। থানায় অভিযোগ করে ফেরার পথে ঝন্টুর লোকজনের উপরে রাজা মাস্টারের লোকজন হামলা চালায়। এতে দুই গ্রুপের মুখোমুখি তুমুল সংঘর্ষ বাধে। সংষর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২৫জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে এক রাউন্ড গুলি ও দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।