তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের স্বপ্নের প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজে আকস্মিক পরিদর্শন এবং চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
মঙ্গলবার (১ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. আ,ফ,ম রুহুল হক’র সকাল সাড়ে ১০ টায় মেডিকেল কলেজে পৌঁছান।
দক্ষিণ জনপদের একমাত্র আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজে তিনি প্রথমে বিভিন্ন ভবন ও কক্ষ পরিদর্শন করেন। বিশেষ করে তিনি সেখানকার রোগীদের খোঁজ-খবর নেন এবং মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারগুলো পর্যবেক্ষণ করেন ও তাৎক্ষণিক সেখানকার বিভিন্ন সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা নিতে ফোনে স্বাস্থ্য সচিবকে নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. তৌহিদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের পি.ডি ডা. মুহাম্মাদ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা.রুহুল কুদ্দুস, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. খান গোলাম মোস্তফা, ডা. নাসির উদ্দীন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, বাংলাভিশন টিভি’র আসাদুজ্জামান, সদর উপজেলা আ ‘লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান হাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, ডা. ফারহানা আহমেদ, ডা.কানিজ ফাতিমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট