বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকায় এক মোটরসাইকেল চোরের কামড়ে মো. শামসুদ্দিন নামের পুলিশের এক এএসআই আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে।
ওই চোরের নাম হানিফ শিকদার (৩০)। হানিফ পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও চোর চক্রের সদস্য বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মুজাহিদুল ইসলাম ও মো. শামসুদ্দিন নেতৃত্বে এক দল পুলিশ দুপুরে পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি (জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়ার) বাসা থেকে চুরি হওয়া বাজাজ পালসার লাল রঙের মোটরসাইকেলসহ হানিফকে আটকের চেষ্টা করা হয়।
ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই মো. শামসুদ্দিনকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে হানিফ। এতে এএসআই মো. শামসুদ্দিনের হাতে জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক হানিফ শিকদার দক্ষিণ পৌর শহরের বিজয়পুর এলাকার ইসহাক শিকদারের ছেলে।