খন্দকার আনিসুর রহমান : সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী পানসি রেস্তোারার গ্রিল কিনে বিপকে পড়েছেন সরকারি কলেজের এক ছাত্র। সোমবার রাতে এ ঘটনা ঘটে। উৎসুক জনতা এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ওই কলেজ ছাত্র এ প্রতিবেদককে জানান, ওই দিন রাতে সে পানসি রেস্তোরা থেকে গ্রিল ও নান রুটি কিনে বাড়ি যায়। এসময় গ্রিলের সাথে সস দেয় হোটেল কর্তৃপক্ষ। বাড়ি গিয়ে সেটি খাবার সময় সে সসের প্যাকেটের মধ্যে একটি মরা ইঁদুরের বাচ্চা দেখতে পায়। কিন্তু ইতিমধ্যেই সে গ্রিলের সাথে সসের কিছু অংশ খেয়ে ফেলে। সাথে সাথে তার গা গুলিয়ে ওঠে। সেমুখে দেয়া খাবার ফেলে দিয়ে ওই গ্রিল নিয়ে পানসি রেস্তোরাঁয় গেলে রেস্তোরাঁ কর্তৃকপক্ষ দ্রুত প্যকেটটি নিয়ে টাকা ফেরত দেন। কিন্তু ঘটনাস্থলে অনেকে উপস্থিত থাকায় সবাই বিষয়টিকে নিয়ে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে রেস্তোরাঁর সামনে উৎসুক জনতার ভিড় জমে যায়।
এদিকে, শহরের নামি দামি হোটেলে এ ধরনের ঘটনা ঘটায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এ ঘটনায় পানসি রেস্তোারার স্বত্বাধিকারী জে. এম ফাত্তার সাথে প্রথমে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তিনি ফোনে বলেন, “এ ঘটনাটি ষড়যন্ত্রমূলক। আমার এখানে এসব কাজ হয়না। খাবার নিয়ে যাওয়ার অনেক পরে তারা ফেরত এসেছিল।” কিন্তু কেউ কেন তার রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিয়ে গিয়ে তাতে ইঁদুর ছানা ভরে আবার ফেরত নিয়ে আসবে তা তিনি বলতে পারেন নি।
পূর্ববর্তী পোস্ট