মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গভীর শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭। এ উপলক্ষ্যে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পাতাকা উত্তোলন ও সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লাবসা সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন, এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, জ্যোন্সা আরা, জেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ তৌহিদুর রহমান ডাবলু প্রমুখ। কর্মসূচিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।