রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর সুরগুতে এক ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালিয়েছে। এতে আটজন আহত হয়েছেন।
পুলিশ হামলাকারীকে হত্যা করেছে বলে রাশিয়ার তদন্ত কমিটির সুরগুত শাখার এক প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটের দিকে হামলাটি চালানো হয়। এতে কেউ নিহত না হলেও আহতদের চিকিৎসা দিতে হয়েছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে গুলি করে হত্যা করে।
বার্তা সংস্থা তাসকে পুলিশ জানিয়েছে, হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন এমন একটি দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উরাল পবর্তমালার পূর্বদিকে অবস্থিত খান্তি-মানসি স্বায়ত্তশাসিত এলাকার বৃহত্তম শহর সুরগুত। তিন লাখ ৬০ হাজার বাসিন্দার এ শহরটি রাশিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটি প্রধান কেন্দ্র।