প্রেস বিজ্ঞপ্তি : ইটাগাছা পূর্বপাড়া ওয়াপদার পাড় বস্তি উন্নয়ন প্রক্রিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় রেজিলিয়েন্ট এ্যন্ড ইনক্লুসিভ আরবান ডেভেলপমেন্ট প্রকল্প, জিআইজেড এর সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার জলবায়ু পরিবর্তন অভিযোজন শিক্ষা কেন্দ্রে অংশগ্রহণমুলক এ কর্মশালার আয়োজন করা হয়। পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, জিআইজেড প্রকল্পের সিনিয়র এডভাইজার ওমর খৈয়াম, মহিলা কাউন্সিলর ফারহাদিবা খান সাথী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জিআইজেড প্রকল্পের উপদেষ্টা রতন সরকার। জলবায়ু পরিবর্তন অভিযোজনে স্থানীয় পর্যায়ের সক্ষমতা যাচাই ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয়তা নিরুপন করা এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কমিটির সদস্য মোজাম্মেল হক, ফরিদা বেগম, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলীসহ কলোনীর ১৫জন মহিলা ও পুরুষ। এসময় দরিদ্র বস্তিবাসীদের দৈন্যদিনের চাহিদা ও সেবাসমূহের উপর ভিত্তি করে জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধকতা সমূহ চিহিৃত ও তার মূল কারণ নির্নয় এবং কমিউনিটি ভিত্তিক নির্দিষ্ট প্রতিবন্ধকতাসমূহের সম্ভাব্য সমাধানের ক্ষেত্রসমূহ চিহিৃত করা হয়।