আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের খম আব জেলা সোমবার তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে। জেলা গভর্নর আহমেদ খান এ কথা জানান।
খবর সিনহুয়ার।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে খান বলেন, ‘তালেবান জঙ্গিরা আজ (সোমাবর) খম আব জেলা দখল করে নিয়েছে। এখন জেলা সদরদপ্তর তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ’
বিস্তারিত উল্লেখ না করে ওই কর্মকর্তা জানান, সরকারি বাহিনী এ জেলার পুনঃনিয়ন্ত্রণ নিতে পাল্টা অভিযান চালাচ্ছে।
এ প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র নাসরাতুল্লাহ জমশিদি জানান, খম আব জেলার নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ চলছে।
তবে এ বিষয়ে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।