আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহানেওয়াজ ডালিমের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন বাসীর আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার তুয়ারডাঙ্গা মৎস্য সেট এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইউপি সদস্য হোসেন আলী, রামপদ সানা, ইব্রাহিম হোসেন, আব্দুস সাত্তার, কবির হোসেন, তহমিনা খাতুন প্রমুখ। মানববন্ধ কর্মসূচিতে এ সময় ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা এসময় বলেন, জামাত-বিএনপির লালনকারী সন্ত্রাসী গডফাদার, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামাত জোটের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ও সংখ্যালঘু নির্যাতনকারী এবং ২০১৩ সালে সরকার বিরোধী নাশকতাকারীর আশ্রয় দাতা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নির্দেশে বাব বার নির্বাচিত ইউপি চেয়ায়াম্যান এম শাহানেওয়াজ ডালিমের বিরুদ্ধে একের পর এক মিথ্যা হয়রানীমূলক মামলা ও হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সর্বশেষ তাকে একটি ডাকাতি মামলায় জড়ানো হয়েছে। মানবন্ধন থেকে বক্তারা উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। মানববন্ধন কর্মসূচি শেষে একটি ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি তুয়ারডাঙ্গা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।