আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার পাইথালী বাজারে এক মুদির দোকানে উপজেলা সেনেটারি কর্মকর্তার আকস্মিক অভিযানে বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় জব্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার বিকালে উপজেলা সেনেটারি অফিসার গোলাম মোস্তফা উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে অভিযান চালায়। এসময় পদ্ম-বৈউলা গ্রামের মৃত: মোমিন সরদারের পুত্র মোজাম্মেল সরদারের মুদির দোকান থেকে শতাধিক বোতল ফিজ আপ, ম্যাঙ্গালী জুস ও ব্লাকহর্সসহ বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় জব্দ করে। যে সকল পানীয়’র মেয়াদ ১৬ সালে শেষ হয়ে গেছে। পাইথালী বাজারের সাধারন ক্রেতাদের বক্তব্য এরকম ঘটনা প্রথম নয়। এর আগেও কয়েক বার বাজারে এরকম ঘটনা ঘটেছে। আইনানুক শাস্তির ব্যবস্থা করা হলে দোকান মালিকরা সচেতন হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দোকান মালিক মোজাম্মেল সরদার জানান, অর্থনৈতিক কারনে তার দোকান বেশ কয়েক মাস নিয়মিত খুলছেন না। যে কারনে কিছু পানীয় মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এব্যাপারে উপজেলা সেনেটারি অফিসার গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা জানান, সেনেটারি অফিসারকে বলেছি দোকানটিতে নতুন তালা দিয়ে বাজার কমিটির সভাপতির কাছে চাবি রেখে আসতে। বুধবার সরেজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশাশুনি পাইথালীতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় জব্দ
পূর্ববর্তী পোস্ট