জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার কুশখালিতে শিউলি শিশু কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলবাজার মোড়ে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। কুশখালি ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কেন্দ্রের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশু সুরক্ষা ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে অগ্রনী ভুমিকা রাখতে হবে। বর্তমানে সদর উপজেলা পরিষদ শিশুদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। ক্রিকেটার মুস্তাফিজ, সৌম্য সরকার, ফুটবলার সাবিনা আজ সাতক্ষীরা তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বর্তমান সময়ের আলোচিত শিশু মুক্তামনির চিকিৎসার জন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক ও প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বঙ্গবন্ধু’র আত্মত্যাগের কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি কলেজের প্রভাষক মো. ইমামুল হক, ইউপি সদস্য মো. ফারুক হোসেন রিপন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ডা. আনছার আলী, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, জিসিসি প্রকল্পের মনিটরিং অফিসার রাকিব হোসাইন, কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিপঙ্কর মল্লিক।
কুশখালিতে শিউলি শিশু কেন্দ্রের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট