আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও আশ্রায়ন প্রকল্প কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার ও আ: আলিম মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, উপজেলা কৃষি অফিসার শামিউর রহমান পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পিআইও সেলিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাব রেজিস্ট্রার ও বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় খরিয়াটি শ্মশান ঘাটের ১৯ শতক জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শেষে শ্মশানের জন্য ১৯ শতক জমি রেখে চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহীতার দলিল ভ্রম সংশোধন করে পুনরায় দলিল সম্পাদন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আশাশুনিতে খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা
পূর্ববর্তী পোস্ট