নিজস্ব প্রতিবেদক : ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার যুবলীগ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে যুবলীগ’ এই আদর্শকে ধারণ করে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে পুরাতন সাতক্ষীরা হাটখোলায় পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। এসময় তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিন নির্মমভাবে হত্যা করা হয় তার পরিবারের সদস্যদেরকে। ঐ দিন এ জাতি যা হারিয়েছে সে ক্ষতি কখনও পূরণ হবার নয়। ১৫ আগাস্টের ষড়যন্ত্রকারীরা আজো সক্রিয়। বাঙালি জাতির অধিকার নিশ্চিত করতে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে তার জনপ্রিয়তা সহ্য হয়নি এদেশে ঘাপটি মেরে থাকা পাকিস্থানি এজেন্টদের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বাঙালির ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রায় ইতিহাস সৃষ্টি করেছে। তাই এখনও ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালির স্বপ্ন ও বাস্তবতার সার্থক রূপকার। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। শোকের মাসে এই হোক আমাদের অঙ্গিকার।’ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ নেতা কামরুল ইসলাম, ইউছুফ সুলতান মিলন, ইলিয়াস কবির, শরিফুল ইসলাম, মেহেদী হাসান তুহিন, মাসুম, জজ, হাবিব, আজিজুল, রনি, সাগর, হাসান ও সুজন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রকি।
পূর্ববর্তী পোস্ট