আমির হোসেন খান চৌধুরী: বাংলাদেশের প্রাণ কোম্পানির পণ্য ভারতে রপ্তানি করে ফেরার পথে কাভার্ড ভ্যানে করে মদ চোরাচালান করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ’র ধাওয়ায় পালিয়ে যায় কাভার্ড ভ্যঅনের চালক। মঙ্গলবার রাত প্রায় ৯.৩০ টার দিকে ভারত থেকে আসার সময় ওই কাভার্ড ভ্যানটিতে ভারতীয় দামি ৫০ বোতল মদ পায় ভ্যানটিকে চ্যালেঞ্জ করা বিএসএফ সদস্যরা। এ সময় প্রাণ কোম্পানির রপ্তানিপণ্য পরিবহনকারী কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় ভ্যানটি আটক করে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার দুপুর ১:৩০টা থেকে ২:৩০টা পর্যন্ত স্থায়ী ঘোজাডাঙা বিএসএফ’র এসি শিবদত্ত ও ভোমরা কোম্পানি কমান্ডার আবুল কাশেম এর নেতৃত্বে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে কাভার্ড ভ্যানটি বিজিবি’র নিকট ফেরত দেয় বিএসফ।
পূর্ববর্তী পোস্ট