বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়াকে টেস্টে প্রথমবার হারানোর দিনে তিনি মাঠে ছিলেন।
বুধবার মিরপুরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাদের হারতে হয় ২০ রানে।
জমজমাট এই ম্যাচের শেষদিকে মিরপুরে হাজির হন শেখ হাসিনা। এর আগে সকাল থেকে টিভিতে চোখ রাখছিলেন তিনি।
প্রধানমন্ত্রী মাঠে যাওয়ার পর অস্ট্রেলিয়ার শেষ দুই ব্যাটসম্যান বাংলাদেশকে বিপাকে ফেলছিলেন। প্যাট কামিন্স ছয় হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন। কিন্তু তার সতীর্থ হ্যাজেলউড আর পারেননি। তাইজুলের কাছে পরাস্ত হন। এসময় সাধারণ দর্শকের মতো প্রধানমন্ত্রী উদ্বেলিত হয়ে ওঠেন। পাশের একজনের কাছ থেকে লাল-সবুজের পতাকা নিয়ে ওড়াতে থাকেন।