প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা রোভার স্কাউট্সের পক্ষ থেকে নওগা এলাকার বনভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নঁওগা সদর উপজেলার ইরকতাড়া গ্রামের প্রায় ১৫০ বানভাসী পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় তাদের চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার এ.এস.এম আব্দুর রশীদ, সিনিয়র রোভার মেট সাতক্ষীরা জেলা গার্ল ইন রোভার আয়শা বিনতে আহমেদ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র রোভার মেট শেখ আরিফুল হক অন্তু, রোভার সহচর শেখ মোনাজের হাসান আহনাফ, সবুজ, শেখ বায়েজিদ হাসান, সজল, আলভি, আশিক, নান্নু, তানভীর, আব্দুল্লাহ, কালাম, ইয়াসিন, মুন্না, মইন, মো. মেহেদী হাসান প্রমুখ। এর আগে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে ত্রাণ সহয়তার নগদ অর্থ, ওষুধ ও পুরাতন কাপড় সংগ্রহ করা হয়।
বানভাসীদের মাঝে সাতক্ষীরা জেলা রোভার এর ত্রাণ বিতরণ
পূর্ববর্তী পোস্ট