প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পৌর ৬নং ওয়ার্ড তাঁতীলীগের পক্ষ থেকে সেমাই,চিনি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বাঁকাল মেডিকেল কলেজের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ৬নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আনোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ হোসেন রতœার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম। এসময় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী বাবু, ৬নং ওয়ার্ড তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, মীর মহসিন আলীসহ পৌর ও ওয়ার্ড তাঁতীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ২৮৭ জন দুঃস্থদের মাঝে সেমাই, চিনি ও নুডুস বিতরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট